আম খেলে ঘুম আসে কেনো?

আম খেলে ঘুম আসে কেনো?

আমে ভিটামিন,মিনারেলস,ফাইবার ছাড়াও রয়েছে ভিটামিন বি(৬) বা পাইরোডক্সিন যা সেরোটোনিন সিনথেসিসে সাহায্য করে । সেরোটোনিন আমাদের বডিতে মেলাটোনিন উৎপাদন করে । আর আমাদের ঘুমের জন্য অন্যতম দায়ী হরমোন হচ্ছে মেলাটোনিন । ফলে আমাদের ঘুম ঘুম ভাব হয় ।

এছাড়া আমে ট্রিপটোফ্যান নামক একটি প্রয়োজনীয় অ্যামিনো এসিডের উৎস, ব্রেইনে Tryptophan থেকে অনেকগুলো নিউরোট্রান্সমিটার সিনথেসিস হয় যার ভিতরে সেরোটোনিন অন্যতম । ব্রেইনে সেরোটোনিনের অনেক গুলো কাজের ভিতরে একটা হলো ব্রেইনকে Cool & Calm করে ঘুম নিয়ে আসা । এছাড়াও আমে পটাসিয়াম ও ম্যাগনেসিয়াম থাকায় পেশী রিলাক্স হয় ও শিথিলভাব আসে, তাই ঘুম আসে ।

যাদের সাধারণত রাতে দেরীতে ঘুম আসে কিংবা একেবারেই আসে না,তারা রাতের খাবারে ১/২ কাপ আম খেতে পারেন ।

0 Shares:
You May Also Like

জলপাই

শীতকাল জলপাইয়ের সময়। জলপাইয়ের স্বাদের জন্য অনেকেই এটা খুব পছন্দ করেন। কিন্তু আপনি জানেন কি জলপাইয়ের অসংখ্য স্বাস্থ্যগত…

ব্রকলি

শীতকালীন সব্জির মধ্যে ব্রকলি একটি সব্জি যেটা দেখতে ফুলকপির মত হলেও পুষ্টিগুণের দিক থেকে আলাদা এবং রয়েছে অসাধারণ…

🥕গাজর ( Carrot) 🥕

গাজর অধিক পুষ্টি গুণ সমৃদ্ধ একটি সব্জি যা মূলত শীতকালীন হলেও প্রায় সারা বছরই পাওয়া যায়। গাজরে প্রায়…