ত্বকের সমস্যায় লেবু

ত্বকের সমস্যায় লেবু

তৈলাক্ত ত্বক অনেক সময় কালচে ও মলিন দেখায় । ব্রণ হওয়ার প্রবণতাও থাকে। যাঁদের ত্বক তৈলাক্ত, তাঁদের জন্য এই প্যাক ।

গ্রেডারের সাহায্যে লেবুর খোসার সবুজ অংশটা কুচি করে নিতে পারেন । কুচি করা খোসা বেটে নিন (পেস্ট করুন) । ১ টেবিল চামচ লেবুর খোসার পেস্ট, ৩-৪ টি পুদিনাপাতা, ৬-৭টি তুলসীপাতা ও ২ চা-চামচ মুলতানি মাটি পেস্ট করুন (পানি ছাড়া) । পুরোটা মুখে মেখে ১৫ মিনিট অপেক্ষা করুন। সপ্তাহে দুই দিন ব্যবহার করলে ত্বকে উজ্জ্বলতা আসবে ।

0 Shares:
You May Also Like
Read More

২০ মিনিট মেডিকেল স্কুলের ডার্মাটোলজি ট্রেনিং কোর্সের প্রথম ব্যাচের প্রশিক্ষণার্থীবৃন্দ!

প্রশিক্ষণার্থীবৃন্দ এই প্রশিক্ষণে অংশগ্রহন করে তাদের অর্জিত জ্ঞান তাদের পেশাগত দক্ষতা বাড়াবে বলে প্রশিক্ষণার্থীরা মন্তব্য করেন। প্রশিক্ষণার্থীবৃন্দ আরো…

ব্রণ

ব্রণ হল ত্বকের সবচেয়ে প্রচলিত সমস্যার মধ্যে একটি, যা ৮৫% এরও বেশি কিশোর-কিশোরীদের প্রভাবিত করে। এটি সাধারণত বয়ঃসন্ধিকালে…
Read More

২০ মিনিট মেডিকেল স্কুলের ( ডার্মাটোলজি ট্রেনিং কোর্সের প্রথম ব্যাচের প্রশিক্ষণার্থীবৃন্দ)

প্রশিক্ষণার্থীবৃন্দ এই প্রশিক্ষণে অংশগ্রহন করে তাদের অর্জিত জ্ঞান তাদের পেশাগত দক্ষতা বাড়াবে বলে প্রশিক্ষণার্থীরা মন্তব্য করেন। প্রশিক্ষণার্থীবৃন্দ আরো…