ব্রকলি

শীতকালীন সব্জির মধ্যে ব্রকলি একটি সব্জি যেটা দেখতে ফুলকপির মত হলেও পুষ্টিগুণের দিক থেকে আলাদা এবং রয়েছে অসাধারণ কিছু পুষ্টি গুণ।

🥦ব্রকলিতে রয়েছে প্রচুর পরিমানে রোগপ্রতিরোধী ক্ষমতা। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ উপাদান যেমন —ভিটামিন – এ,বি -১(থায়ামিন),বি-২ (রিবোফ্লাভিন) বি-৯(ফোলেট),বি -৬,ই, সি ও কে।

🥦খনিজ উপাদানের মধ্যে রয়েছে সোডিয়াম, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম, ফসফরাস ও লৌহ।

🥦এছাড়াও রয়েছে শর্করা, আমিষ ও স্বল্প পরিমাণে চর্বি এবং এতে এমন কিছু উপাদান রয়েছে যেগুলো মরণব্যাধি ক্যানসারের ঝুঁকি পর্যন্ত কমায়।

🥦ব্রকলিতে রয়েছে সালফোরাফেন ও ইনডোল- ৩ কার্বিনল যা দেহকে নানা ধরনের ক্যান্সার থেকে রক্ষা করে যেমন — স্তন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার,কোলন ক্যান্সার,কিডনি ও পাকস্থলীর ক্যান্সার ইত্যাদি।

🥦এতে রয়েছে ল্যুটিন(Lutein) ও বিটা -ক্যারোটিন (Beta carotene) যা চোখের জন্য উপকারী।

🥦 রয়েছে কেমফেরল যা হৃদরোগ, প্রদাহ,এলার্জি ও ক্যান্সারের মত রোগ থেকে রক্ষা করে।

🥦আরো রয়েছে কোয়ারসেটিন নামক উপাদান যা উচ্চ রক্তচাপ কমায়।

🥦 এছাড়াও এমন কিছু উপাদান রয়েছে যা মস্তিষ্কের কার্যকারিতাকে বৃদ্ধি করে।

🥦বার্ধক্য গতিকে শ্লথ করে।

🥦হৃদরোগের ঝুঁকি কমায়।

🥦টাইপ -২ ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখে।

🥦অস্টিওআর্থ্রাইটিসেও উপকার করে।

🥦এছাড়া ফাইবার বা আঁশযুক্ত হওয়ার জন্য যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তাদের জন্য উপকারী।

🥦🥦ব্রকলি অনেক ভাবেই খাওয়া হয়ে থাকে যেমন- সালাদ,স্যুপ, তরকারি ইত্যাদি তবে কাঁচা ও হালকা ভাপে সিদ্ধ করে খেলে এর পুষ্টিগুণ ঠিক থাকে। যদিও খেতে তেমন সুস্বাদু নয় কিন্তু পুষ্টিগুণ বিচার করে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারলে তা শরীরের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ 🥦🥦
🥦তবে হ্যা যাদের কিডনিতে সমস্যা ও আই বি এস(IBS–Irritable bowel syndrome) রয়েছে তাদের এড়িয়ে চলাই ভালো🥦

সাদিয়া আরেফিন শীতল
নিউট্রিশনিস্ট
কন্টেন্ট রাইটার -20 Minute Medical
(ডিপার্টমেন্ট অফ হেল্থ কন্টেন্ট রাইটিং)

0 Shares:
Leave a Reply
You May Also Like

🥕গাজর ( Carrot) 🥕

গাজর অধিক পুষ্টি গুণ সমৃদ্ধ একটি সব্জি যা মূলত শীতকালীন হলেও প্রায় সারা বছরই পাওয়া যায়। গাজরে প্রায়…
Read More

শিশুর পরিপূরক খাবার কিভাবে শুরু করবেনঃ

মায়েদের_জিজ্ঞাসাঃ কিভাবে সলিড দেয়া শুরু করবোঃ নতুন মায়েদের সবচেয়ে কমন যেই জিজ্ঞাসা তা হলো, ছয় মাস বয়সী বাচ্চার…

জলপাই

শীতকাল জলপাইয়ের সময়। জলপাইয়ের স্বাদের জন্য অনেকেই এটা খুব পছন্দ করেন। কিন্তু আপনি জানেন কি জলপাইয়ের অসংখ্য স্বাস্থ্যগত…