কনজাংটিভাইটিসে করণীয়
চোখের এই সমস্যার প্রচলিত নাম ‘জয়বাংলা’। অনেকে একে ‘চোখ উঠেছে’ বলেও ব্যাখ্যা করে থাকেন। তবে চিকিত্সকেরা একে বলেন কনজাংটিভাইটিস। চোখের মারাত্মক কোনও সমস্যা না হলেও কনজাংটিভাইটিস বা ‘পিঙ্ক আই’ অত্যন্ত অস্বস্তিকর। কনজাংটিভাইটিস হলে চোখ লাল হয়ে ফুলে ওঠে, জ্বালা করে, চোখ কটকট করে, চোখ থেকে জল পড়ে এমনকি সমানে পিচুটি (শ্লেষ্মা জাতীয় পদার্থ) কাটার মতো সমস্যাও দেখা যায়। কনজাংটিভাইটিস হলে চড়া আলোতেও তাকাতে খুব কষ্ট হয়। কখনও কখনও হলদে রঙের পুঁজও সৃষ্টি হয়। সাধারণত এক সপ্তাহের মধ্যেই ধীরে ধীরে এই সমস্যাগুলি কমে আসে। তবে আরও বেশ কিছুদিন দৃষ্টি ঝাপসা হয়ে থাকে। অনেক সময় চোখের মণি বা কর্নিয়াতে সাদাটে ছোপ পড়ে যায়। যাদিও খালি চোখে তা দেখা বা বোঝা যায় না।