গাজরের অপকারিতা

আমরা সকলেই গাজরের উপকারিতা সম্পর্কে জানি কিন্তু অতিরিক্ত গাজর খাওয়ার ফলে বিভিন্ন সমস্যা হতে পারে। আজ জানা যাক গাজরের অপকারিতা সম্পর্কে-

বেশি গাজর খেলে পেটের সমস্যা যেমন গ্যাস ডায়রিয়া হতে পারে।

অতিরিক্ত গাজর খাওয়ার ফলে ত্বক হলুদ হতে পারে

অতিরিক্ত গাজর দাত ক্ষয়ের কারণ হতে পারে।

এছাড়াও দুগ্ধদানকারী মা অতিরিক্ত গাজর খেলে মায়ের বুকের দুধের স্বাদ পরিবর্তন হতে পারে।

সুস্থ থাকতে শারীরিক অবস্থা বিবেচনা করে পরিমিত পরিমাণে খাবার গ্রহন করুন।😊

Rima Nadia Ripty
Content writer-20 minute medical

0 Shares:
Leave a Reply
You May Also Like

ব্রকলি

শীতকালীন সব্জির মধ্যে ব্রকলি একটি সব্জি যেটা দেখতে ফুলকপির মত হলেও পুষ্টিগুণের দিক থেকে আলাদা এবং রয়েছে অসাধারণ…

🥕গাজর ( Carrot) 🥕

গাজর অধিক পুষ্টি গুণ সমৃদ্ধ একটি সব্জি যা মূলত শীতকালীন হলেও প্রায় সারা বছরই পাওয়া যায়। গাজরে প্রায়…